1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ০৮:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুর্শিদাবাদে পুলিশ জনতা সংঘর্ষ: বিভিন্ন জায়গায় ১৪৪ ধারা জারি, গ্রেপ্তার ১১৮ রাশিয়া ও ক্রোয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান ফিলিস্তিনিদের পাশে থাকার দৃঢ় প্রতিশ্রুতিতে শেষ হলো ‘মার্চ ফর গাজা’ ডিসেম্বরে নির্বাচনের লক্ষ্যে দ্রুত সংস্কার কার্যক্রমের তাগিদ প্রধান উপদেষ্টার বাগেরহাটে সন্ত্রাসী হামলা ও লুটপাটের অভিযোগ ঐতিহাসিক হযরত খানজাহান আলীর (রহ.) মাজারে ৩ দিনব্যাপী মেলা শুরু বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ ও বিচারসেবা প্রদানে সেমিনার অনুষ্ঠিত বেনাপোল কাস্টমসের সময় উপযোগী পদক্ষেপে অর্থবছরের প্রথম ৯ মাসে ৩৬৬ কোটি টাকা বেশি রাজস্ব আদায় মোংলায় কোস্টগার্ডের অভিযানে হরিণের মাংস চামড়া জব্দ এবার মার্কিন পণ্যে ১২৫% শুল্ক আরোপ করল চীন

খুলনায় বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে সোমবার সকালে খুলনা সিভিল সার্জন দপ্তরের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডা. মোঃ মনজুরুল মুরশিদ।
আলোচনা সভায় প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, স্বাস্থ্যসেবা প্রদানের দায়িত্বে নিয়োজিতদের মাঝে সেবার মানসিকতা তৈরি হলেই সাধারণ মানুষ প্রকৃত স্বাস্থ্যসেবা পাবে। সেবার মান কাঙ্খিত পর্যায়ে নিতে স্বাস্থ্য সেক্টরে কর্মরত সবাইকে আরো আগ্রহী হওয়া দরকার। তিনি বলেন, রোগ হওয়ার পরে প্রতিকার বা চিকিৎসা করার চেয়ে রোগ প্রতিরোধ করাই বেশি গুরুত্বপূর্ণ, এ বিষয়ে সবাইকে সচেতন করা প্রয়োজন। দেশে এখন বাড়ির পরিবর্তে স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানে এসে গর্ভবতী মায়েদের সন্তান প্রসবের হার বেড়েছে, যা শতভাগে উন্নীত হওয়া দরকার। একই সাথে দেশ থেকে বাল্যবিবাহ পুরোপুরি দূর করতে না পারলে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার শূন্যের কোঠায় আনা কঠিন।
খুলনার সিভিল সার্জন ডা. মোছাঃ মাহফুজা খাতুনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো: রফিকুল ইসলাম গাজী, ডেপুটি সিভিল সার্জন ডা. সৈকত মোঃ রেজওয়ানুল হক ও বিশ^ স্বাস্থ্য সংস্থার বিভাগীয় সমন্বয়কারী ডা. আরিফুল ইসলাম। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, চিকিৎসক, নার্স-সহ স্বাস্থ্যসেবা খাতের সাথে যুক্ত বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সিভিল সার্জন দপ্তরের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত জানান কোঅর্ডিনেটর (মেডিকেল অফিসার) ডা. দোলেনা খাতুন। সিভিল সার্জন দপ্তর আয়োজিত সভায় পাওয়ার পয়েন্টের মাধ্যমে বিভিন্ন তথ্য তুলে ধরেন বিশ^ স্বাস্থ্য সংস্থার সার্ভিল্যান্স অ্যান্ড ইমিউনাইজেশন মেডিকেল অফিসার ডা. নাজমুর রহমান সজীব।
এর আগে দিবসটি উপলক্ষ্যে সিভিল সার্জন দপ্তর হতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। বিশ^ স্বাস্থ্য দিবসের এবারের প্রতিপাদ্য ‘জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত’।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews