বেনাপোল প্রতিনিধি:: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ১৪ লাখ ৮১ হাজার ৫৮০ টাকা মূল্যের শাড়ী, কম্বল, বিভিন্ন প্রকার চকলেট, পান মসলা, বিভিন্ন প্রকার আতশবাজী এবং কসমেটিক্স আটক করেছে বিজিবি
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকালে বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল বেনাপোল, রঘুনাথপুর বিওপি এবং বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসমস্ত শাড়ী, কম্বল, বিভিন্ন প্রকার চকলেট, পান মসলা, বিভিন্ন প্রকার আতশবাজী এবং কসমেটিক্স আটক করে।
যশোর ৪৯ বিজিবি অধিনায়ক সাইফুল্লাহ সিদ্দিকী জানান, বিজিবি’র আভিযানিক কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত মাদক ও বিভিন্ন মালামাল এবং পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। পাচারকারী কর্তৃক মাদক ও অন্যান্য পন্য ভারত হতে বাংলাদেশে পাচার করায় সময় জব্দ করা হয়।জব্দকৃত মাদক ব্যাটালিয়নে এবং মালামাল বেনাপোল কাস্টমসের আটক শাখায় জমা করা হয়েছে।
ভবিষ্যতে বিজিবি’র এ ধরণের আভিযানিক কার্যক্রম সমসময়ই অব্যহত থাকবে বলে তিনি জানান।
Leave a Reply