1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ০৫:৫৩ অপরাহ্ন

মুন্সীগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ২ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

  • প্রকাশিত: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

মনির হোসেন:: মুন্সীগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ২ লক্ষ মিটার কারেন্ট জাল এবং জাল তৈরির কাজে ব্যবহৃত ১০ হাজার পিস সুতার রিল জব্দ করা হয়েছে।

শুক্রবার (১১ এপ্রিল) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১১ এপ্রিল শুক্রবার বিকেল ৪ টায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক মুন্সীগঞ্জ সদরের রিকাবী বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ২টি কারেন্ট জাল তৈরির কারখানা তল্লাশী করে আনুমানিক ২ লক্ষ মিটার কারেন্ট জাল এবং জাল তৈরির কাজে ব্যবহৃত ১০ হাজার পিস সুতার রিল জব্দ করা হয়।

জব্দকৃত কারেন্ট জাল ও জাল তৈরির কাজে ব্যবহৃত সুতার রিলসমূহ মুন্সীগঞ্জ সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সহকারী মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews