1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১০:৫২ অপরাহ্ন

কাশ্মীরে হামলার প্রমাণ চান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

  • প্রকাশিত: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক বন্দুকধারীদের হামলায় পাকিস্তানের জড়িত থাকার অভিযোগ নিয়ে ভারতের হাতে যদি প্রকৃত কোনো প্রমাণ থাকে, তবে তা প্রকাশের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ইসলামাবাদে জাতীয় নিরাপত্তা কমিটির এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “যদি পেহেলগামের ঘটনায় পাকিস্তানের কোনো সম্পৃক্ততার প্রমাণ থাকে, তবে দয়া করে তা আমাদের ও সারা বিশ্বকে দেখান।”

সংবাদ সম্মেলনে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেন, “ভারত সরকার সরাসরি পাকিস্তানের নাম নেয়নি, তবে দেশটির গণমাধ্যম ও সংশ্লিষ্ট মহল পাকিস্তানকে দায়ী করছে।”

গত মঙ্গলবার ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পর্যটন এলাকা পেহেলগামে সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ জন নিহত ও ১৭ জন আহত হন। হামলার দায় ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ) নামে পরিচিত একটি সশস্ত্র গোষ্ঠী স্বীকার করেছে বলে দাবি করেছে ভারতের কয়েকটি গণমাধ্যম।

এই হামলার জেরে ভারত বুধবার পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিলসহ পাঁচটি কূটনৈতিক পদক্ষেপ নেয়। এর পাল্টা জবাবে বৃহস্পতিবার পাকিস্তানও ভারতের নাগরিকদের ভিসা বাতিল, আকাশসীমা বন্ধ, বাণিজ্য স্থগিতসহ বেশ কয়েকটি কঠোর পদক্ষেপ ঘোষণা করে।

ভারতের নেওয়া অন্যতম পদক্ষেপ ছিল ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তি স্থগিতের ঘোষণা। এ বিষয়ে পাকিস্তান হুঁশিয়ারি দিয়ে বলেছে, এই চুক্তির আওতায় নির্ধারিত পানিপ্রবাহ বাধাগ্রস্ত হলে সেটিকে তারা “যুদ্ধ ঘোষণা” হিসেবে বিবেচনা করবে এবং প্রতিরোধে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews