নিজস্ব প্রতিবেদক::জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু বলেছেন, পার্টি থেকে কাউকে অব্যাহতি দেওয়ার ক্ষমতা রওশন এরশাদের নেই। তিনি বলেন, গঠনতন্ত্রের কোথাও নেই কো-চেয়ারম্যান বা প্রধান পৃষ্ঠপোষক নিজেকে চেয়ারম্যান ঘোষণা করতে পারেন।
রোববার (২৮ জানুয়ারি) বেলা সোয়া ২টার দিকে দলের বনানী কার্যালয় থেকে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান চুন্নু।
চুন্নুর এই সংবাদ সম্মেলনের কিছুসময় আগে রাজধানীর গুলশানে নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে রওশন এরশাদ নিজেকে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে রওশন বলেন, ‘৬৬৮ জন নেতা-কর্মী পদত্যাগ করাতে দলে বিরাট সংকট দেখা দিয়েছে। পার্টির এ অবস্থায় সংকট নিরসন, নেতা–কর্মীদের অনুরোধ এবং পার্টির গঠনতন্ত্র অনুযায়ী দলের চেয়ারম্যানের দায়িত্ব থেকে জিএম কাদের ও মহাসচিব মজিবুল হক চুন্নুকে অব্যাহতি দেওয়া হলো।’
রওশন এরশাদের এমন ঘোষণার পরপরই সংবাদ সম্মেলন করেন চুন্নু। চুন্নু বলেন, ‘জি এম কাদের চেয়ারম্যান, আমি মহাসচিব। গঠনতন্ত্রের কোথাও নেই কো-চেয়ারম্যান বা প্রধান পৃষ্ঠপোষক নিজেকে চেয়ারম্যান ঘোষণা করতে পারেন। এর আগেও তিনবার নিজেকে চেয়ারম্যান ঘোষণা করেছেন, পরে প্রত্যাহারও করেছেন। তাঁর ঘোষণা অগণতান্ত্রিক।’
এধরনের ঘোষণায় কোনো প্রতিক্রিয়া নেই জানিয়ে চুন্নু বলেন, ‘আমরা এসব আমলে নিচ্ছি না। রওশন এরশাদ প্রধান পৃষ্ঠপোষক, দলের আলংকারিক পদ এটি। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন নেই। তাঁরা দলের সঙ্গে সম্পৃক্ত না, তাঁদের সিদ্ধান্তও আমলে নেওয়ার কিছু নেই। তাদের কিছু বলা বা করার অধিকার নেই।’
Leave a Reply